১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৮

কক্সবাজারের টেকনাফে ৩ লাখ পিস পরিত্যক্ত ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ রোডস্থ বঙ্গোপসাগরের তীরে অভিযান চালিয়ে পরিত্যক্ত তিন লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, বিশেষ টহল দল উপজেলার সাবরাং মুন্ডার ডেইলের নৌঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই ইয়াবাগুলো জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ৯ কোটি টাকা। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল এস.এম. আরিফুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করেন। জব্দকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২, ২০১৮ ৪:৩৩ অপরাহ্ণ