বিনোদন ডেস্ক:
অবশেষে সেন্সর ছাড়পত্র পেল চিত্রপরিচালক উত্তম আকাশের চলচ্চিত্র ‘ধূসর কুয়াশা’। বৃহস্পতিবার ছবির প্রযোজকদের হাতে সেন্সর ছাড়পত্রটি তুলে দেওয়া হয়।
ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবিতে চিত্রনায়িকা পুষ্পিতা পপি ও নিপুণের বিপরীতে অভিনয় করছেন নবাগত মুন্না।
পুষ্পিতা পপি বলেন, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে কিছু দৃশ্য পরিবর্তন করে আবেদন করা হয়েছিল; তবে ছাড়পত্র পাওয়া যায়নি। অবশেষে তৃতীয় বারের আবেদনের পর ছবিটির ছাড়পত্র দেওয়া হলো। গত বছরের জুলাইয়ে সেন্সরে জমা পড়ে ছবিটি।
শিশু পাচার, ধর্ষণ, নারীকে নিলামে তুলে বিক্রি করার ঘটনাগুলো অসংলগ্নভাবে উপস্থাপনের অভিযোগে এতদিন আটকে ছিল ছবিটির সেন্সর ছাড়পত্র।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

