১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৮

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যকার সংঘর্ষে দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লেগুনার যাত্রী মাদারীপুরের নারকেলবাড়ি চর গ্রামের রহম আলী মোড়লের ছেলে রতন মোড়ল ও ময়মনসিংহের ঝাউগাঁও গ্রামের লোকমান আলীর ছেলে গিয়াস উদ্দিন। রতন মোড়ল কোনাবাড়িতে নিটল নিলয় মটরস প্রতিষ্ঠানের ফোরম্যান ছিলেন।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. আব্দুল হাই জানান, সকালে ভোগড়া বাইপাস মোড় থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা কোনাবাড়ি যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর পেয়ারা বাগান এলাকায় একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে লেগুনার ৫ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের মধ্যে আক্তার হোসেন ও জাহাঙ্গীর আলমকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২, ২০১৮ ৩:৩২ অপরাহ্ণ