১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৪

অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

অবশেষে! ৮০.২ ওভার ও ৩০৮ রানের প্রতীক্ষা শেষ হয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রথম ইনিংসের শুরুতেই ধাক্কা দিয়েছিল টাইগাররা। প্রায় একদিন ব্যাটিংয়ের পর শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট নিতে সক্ষম হয়েছে তারা। শুক্রবার প্রথম টেস্টের তৃতীয় দিনে লাঞ্চবিরতির পর ধনঞ্জয়া ডি সিলভাকে সাজঘরে ফিরিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ফলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৩০৮ রান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২, ২০১৮ ১২:৪৫ অপরাহ্ণ