নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন টার্মিনাল থেকে ফেডারেশনের অবৈধ চাঁদা আদায় বন্ধসহ ১২ দফা দাবিতে মানববন্ধন করেছে পরিবহন শ্রমিকরা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের ব্যানের এ মানববন্ধন হয়। মানববন্ধনে সংগঠনের যুগ্ম-সম্পাদক হানিফ খোকন বলেন, পরিবহন মালিকদের শ্রমিকদের নিয়োগপত্র দিতে হবে। এছাড়া ফেডারেশন বিভিন্ন টার্মিনাল থেকে যে চাঁদা আদায় করে তা বন্ধ করতে হেব।
তিনি বলেন, ১২ দফা দাবি আদায়ে আমরা রাস্তায় নেমেছি। মালিকরা দাবি না মানলে আগামী ২৯ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক পরিবহন শ্রমিক সমাবেশ হবে। সেখান থেকে শ্রম প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হবে। সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক দেশজনতা /এমএইচ