১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৪

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত ২ জন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ২ পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার ধরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ধরানীপাড়ায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়।নিহতরা হলেন, ধরানীপাড়া গ্রামের আকবর হোসেন ও কবির হোসেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।   হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার ও আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য ভর্তি করা হয়েছে।

প্রকাশ :মে ২৪, ২০১৭ ১০:৫৭ পূর্বাহ্ণ