২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৫

ভাঙ্গা চোয়াল নিয়ে ২৫ বলে ৭৫ রান!

স্পোর্টস ডেস্ক:

বলের আঘাতে চোয়াল ভেঙ্গে গিয়েছিল নাথান কিংসের। আর সেই ভাঙ্গা চোয়াল নিয়ে ২৫ বলে ৭৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দলকে ফাইনালে নিয়ে গেছেন ২৫ বছর বয়সী এ ব্যাটসম্যান। ঘটনাটি ঘটেছে বুধবার, অস্ট্রেলিয়ার একটি স্থানীয় টি-টুয়েন্টি লিগের সেমিফাইনালে।

পার্ক ওভালে বাকলি রিজের বিপক্ষে স্প্রিংবেল সাউথের হয়ে ওপেনিংয়ে ব্যাট করছিলেন নাথান। এসময় একটি বল এসে হেলমেটের ভেতর দিয়ে নাথানের বাঁ চোয়ালে আঘাত করে। তাতে প্রচণ্ড আঘাত পান তিনি, রক্ত বের হয়ে আসে। তার সামনের পাটির একটি দাঁতও পড়ে যায়। কিন্তু অদম্য নাথান মুখ থেকে রক্ত ধুয়ে এসে আবার ব্যাটিংয়ে নেমে পড়েন। আর এই ভাঙ্গা চোয়াল নিয়েই ২৫ বলে ৯টি ছয় ও ৩টি চারে সাজিয়ে ৭৫ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন।

খেলা শেষে যখন তিনি হাসপাতালে যান, এক্স-রে রিপোর্টে দেখা যায় তার চোয়ালের হাড় ভেঙ্গে গেছে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। ওই ম্যাচটি স্প্রিংবেল সহজেই জিতে নিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। বাকলি রিজের দেয়া ১৩৫ রানের লক্ষ্য মাত্র ১২ ওভারে ১ উইকেট হারিয়েই পেরিয়ে যায় দলটি।

ভাঙ্গা চোয়াল নিয়ে অবিশ্বাস্য এ ইনিংস খেলার পর নাথানকে সাবেক অস্ট্রেলিয় ক্রিকেটার রিক ম্যাককসকারের সাথে তুলনা করা হচ্ছে। তাকে ‘স্থানীয় ক্রিকেটের রিক ম্যাককসকার’ বলা হচ্ছে। সাবেক এই অস্ট্রেলিয় ব্যাটসম্যান ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে শততম টেস্টে ভাঙ্গা চোয়াল নিয়ে ব্যাটিং করে সে সময় বেশ সাড়া ফেলেছিলেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২, ২০১৮ ১২:০২ অপরাহ্ণ