২৭শে জানুয়ারি, ২০২৫ ইং | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৪২

আমরণ অনশনের ৭তম দিন, অসুস্থ প্রায় ২০০ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের আমরণ অনশনের ৭তম দিন চলছে আজ শুক্রবার। এখন পর্যন্ত প্রায় ২০০ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে হাসপাতালের ভর্তি হয়েছেন প্রায় ৫০ জন। বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির ব্যানারে গত ২১ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। গত ২৩ জানুয়ারি থেকে প্রতীকি অনশন শুরু করেন শিক্ষকরা। এরপর ২৭ জানুয়ারি থেকে তাদের আন্দোলন আমরণ অনশনে রূপ নেয়।

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির অনশনে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের বিভিন্ন স্থান থেকে এসে শিক্ষকরা অংশ নিয়েছেন। সরকারিকরণের তালিকা থেকে বাদ পড়া প্রায় ৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলন আরও বেগবান করতে কাফনের কাপড় পরে শিক্ষকরা গত বুধবার মৌন মিছিল করেন।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ খোকন বলেন, ৯ জানুয়ারি ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। তখন শর্ত ছিল- নিজস্ব জমি থাকতে হবে।

তিনি আরো বলেন, এরপর শিক্ষকরা নিজেদের স্কুলের জমি সরকারের নামে লিখে দিয়েছেন। এরপর ৪ হাজার ১৫৯টি বিদ্যালয় জাতীয়করণ হয়। কিন্তু অধিক সংখ্যক স্কুল জাতীয়করণ না হওয়ায় অপেক্ষায় ছিলাম আমরা। কিন্তু অপেক্ষায় থেকে কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছি। মরতে হয় মরব, তবুও জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না বলেও হুঁশিয়ারি দেন এই শিক্ষক নেতা।

এদিকে, গত ৩০ জানুয়ারি গণশিক্ষা মন্ত্রণালয়ের ২ জন অতিরিক্ত সচিব ও ১ জন একান্ত সচিব আমরণ অনশনে থাকা শিক্ষকদের দেখতে আসেন। তারা শিক্ষকদের দাবি যৌক্তিক বলে সমর্থন দিয়ে তাদের অনশন ভাঙার কথা বলেন। কিন্তু শিক্ষকরা প্রধানমন্ত্রীর দেওয়া ঘোষণা বাস্তবায়ন ছাড়া ঘরে ফিরবেন না বলে সাফ জানিয়ে দেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২, ২০১৮ ১১:৫৭ পূর্বাহ্ণ