স্পোর্টস ডেস্ক:
চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৬ রানের ইনিংস খেলে প্রথম ইনিংসে বাংলাদেশকে রানের পাহাড়ে বসিয়ে দিয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান মোমিনুল হক। দ্বিতীয় দিন মোমিনুলের ইনিংসের সমাপ্তি টানেন শ্রীলঙ্কার বর্ষীয়ান স্পিনার রঙ্গনা হেরাথ। তবে দ্বিতীয় দিন শেষে মোমিনুলের ব্যাটিং-এর প্রশংসা করলেন হেরাথ।
সংবাদ সম্মেলনে হেরাথ বলেন, ‘মোমিনুল ১৭৬ রানের ইনিংস খেলেছে। এটি খুবই স্পেশাল একটি ইনিংস। তার কাছে এটি বড় অর্জন। মুশফিকুর-মাহমুদুল্লাহও ভালো ব্যাটিং করেছে। এটি এখনও ব্যাটিং উইকেট। বাংলাদেশ ৫শ’ রানের বেশি করেছে। আমরাও ১ উইকেটে ১৮৭ রান করেছি। তাই এখনও এটি ব্যাটসম্যানদের উইকেট। তবে আজ শেষদিকে বলে কিছুটা টার্ন হয়েছে।’
৯ উইকেট হাতে নিয়ে এখনো ৩২৬ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৮৭ রান করতে পেরেছে তারা। শ্রীলঙ্কার প্রথম টার্গেট ৩শ’ রান করা। এমনটাই বললেন হেরাথ, ‘এটা এখনও ব্যাটিং সহায়ক উইকেট। আমাদের আগে ৩০০ রান করতে হবে। এরপর আমরা নতুন লক্ষ্য নির্ধারণ করব।’
দৈনিক দেশজনতা /এন আর