১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৪

জামিনে মুক্ত তাপস পাল

বিনোদন ডেস্ক:

জামিনে মুক্তি পেলেন পশ্চিমবঙ্গের অভিনেতা তাপস পাল। এক বছর এক মাস জেলে কাটানোর পর বৃহস্পতিবার ভারতের উড়িষ্যা রাজ্যের কটক আদালত থেকে এক কোটি রুপির মুচলেকায় জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের এই সংসদ সদস্য।

পশ্চিমবঙ্গের বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালের ৩০ ডিসেম্বর তাপস পালকে আটক করে সিবিআই। পরে তাকে পশ্চিমবঙ্গের সল্টলেকের সিবিআই দপ্তরে ডেকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। জেরাতে অসংগতিপূর্ণ তথ্য দেওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে অভিযোগ, তাপস পাল রোজভ্যালি থেকে একাধিকবার মোটা অঙ্কের অর্থ নিয়েছিলেন।

রোজভ্যালি-কাণ্ডের প্রথম মামলা হয় উড়িষ্যা রাজ্যে, তাই সেখানকার আদালতে নিয়ে যাওয়া হয় তাপস পালকে। আদালতের নির্দেশে তাকে জেলে পাঠানো হয়। কিন্ত জেলে কিছুদিন থাকার পর তিনি গুরুতর অসুস্থ হওয়ায় তাকে উড়িষ্যার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভর্তি ছিলেন তিনি।

রোজভ্যালি-কাণ্ডে তাপস পালের পাশাপাশি গ্রেপ্তার করা হয় তৃণমূলের সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও। ২০১৭ সালের জানুয়ারি মাসে গ্রেপ্তার হন সুদীপ। যদিও ওই বছরের ১৯ মে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পান তিনি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ৮:২৪ অপরাহ্ণ