১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৮

যশোরে বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মী আটক

যশোর প্রতিবেদক:
বেনাপোল ও শার্শায় পৃথক দু’টি অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে বিএনপি- জামায়াতের ২২জন নেতাকর্মী উদ্ধার ও ২৩টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান জানান, আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায়কে নিয়ে নাশকতা করার পরিকল্পনা করছে এমন অভিযোগে তাদের আটক করা হয়। বেনাপোলে ৭জন ও শার্শা থেকে ১৫জনকে আটক করে পুলিশ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ৮:১২ অপরাহ্ণ