নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় আল আমিন (২৪) নামে এক বিকাশ এজেন্টকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছিনতাইকারীরা। ছুরিকাঘাতের পর সঙ্গে থাকা প্রায় ৫ লাখ টাকার একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ৫ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক কাওছার আহমেদ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত আল আমিন আজ সকালে কয়েক লাখ টাকা নিয়ে উত্তরার ৫নং সেক্টর দিয়ে যাচ্ছিলেন।
সকাল সাড়ে ১০টার দিকে ১/এ রোডে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে ছিনতাইকারী ও নিহতের মাঝে ব্যাগটি নিয়ে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা আল আমিনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। আল আমিনকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক কিছুক্ষণ পর সেখানে তাকে মৃত ঘোষণা করেন। লাশটি এখনো ক্রিসেন্ট হাসপাতালেই রয়েছে।
এসআই আরো জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে আসলে এ ধরনের ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকারীরা ছিনতাইকারী দলের কেউ।
দৈনিক দেশজনতা /এমএইচ