১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৬

ভিয়েতনামের প্রেসিডেন্ট ঢাকা আসছেন ৪ মার্চ

 

দৈনিক দেশজনতা ডেস্ক:

তিনদিনের সফরে আগামী ৪ মার্চ ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং বাংলাদেশে আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র বলছে, সফরে বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভিয়েতনামের প্রেসিডেন্ট। দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও।  পররাষ্ট্র মন্ত্রণালের কর্মকর্তা জানান, সফরে ভিয়েতনামের প্রেসিডেন্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এটি সম্পূর্ণভাবে দ্বি-পক্ষীয় ও বাণিজ্য সম্ভাবনা সংক্রান্ত একটি সফর। এ সফরে দুই দেশের মধ্যে আয়োজিত হবে ‘বাংলাদেশ-ভিয়েতনাম বিজনেস ফোরাম’। দুই দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো এ ফোরামে অংশ নেবে।

সূত্র বলছে, ভিয়েতনামের প্রেসিডেন্টের সফরসঙ্গী  হিসেবে আসছে দেশটির ১০০ প্রতিষ্ঠানের দুই শতাধিক ব্যবসায়ীর সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল। বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই-বাছাই করে দেখবেন ভিয়েতনামের ব্যবসায়ীরা। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগসহ অন্যান্য খাতে বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখবেন তারা।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ৩:৪৫ অপরাহ্ণ