১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১১

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে বল

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আজ বুধবার সেই দলে যোগ করা হয়েছে জেইক বলকে। মূলত লিয়াম প্লানকেটের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বলকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে।

ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। বর্তমানে তারা ক্যানবেরায় রয়েছে। শুক্রবার প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে মানুকা ওভালে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। জেইক বল অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের একটি টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন। এরপর পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজেও একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। যেহেতু আলেক্স হেলসও সামান্য ইনজুরিতে পড়েছেন সেহেতু শুক্রবারের প্রস্তুতি ম্যাচে সুযোগ পেয়ে যেতে পারেন বল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ১:৪৬ অপরাহ্ণ