২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:০৫

রিয়াদের অর্ধশতক, বড় স্কোরের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

দলের প্রয়োজনে আবারও ব্যাট হাতে নিজের প্রতিভার প্রমাণ দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। উইকেট আগলে রেখে তুলে নিলেন ক্যারিয়ারের ১৬ তম অর্ধশতক। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৯২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।

প্রথম দিনে ৯ রানে অপরাজিত থাকা রিয়াদ আজ  সকালে সাবলীল ব্যাট করতে থাকেন। দ্বিতীয় দিনের শুরুতে একে একে মুমিনুল, মোসাদ্দেক এবং মিরাজ আউট হওয়ার পর সানজামুলকে নিয়ে রানের চাকা সচল রাখেন ডানহাতি ব্যাটসম্যান। ইতিমধ্যে সানজামুলকে সঙ্গে নিয়ে দলীয় ৫০ রানের জুটি গড়ে ফেলেছেন তিনি।

এ প্রতিবেদন লেখার সময় চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশের সংগ্রহ ১১৯  ওভারে ৭ উইকেটে ৪৭৪ রান। রিয়াদের সাথে ২৩ রান করে অপরাজিত আছেন সানজামুল ইসলাম।

এর আগে শেষ  ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজে অর্ধশতক করেছিলেন রিয়াদ। সেই ম্যাচে ৬৮ রান করে আউট হয়েছিলেন তিনি। ফর্মে না থাকায় সাবেক কোচ চন্দ্রিকা হাতুরুসিংহের আমলে অনেক দিন টেস্ট দলের বাহিরে ছিলেন তিনি।

সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এই শ্রীলংকার বিপক্ষেই দলের ব্যাটিং বিপর্যয়ের সময় হাল ধরেছিলেন তিনি। সেই ম্যাচে ৯২ বলে ৭৬ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ১২:২৬ অপরাহ্ণ