২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:২০

নেইমারের দোষ দেখছেন না এমেরি

স্পোর্টস ডেস্ক:

ফরাসি লিগ কাপের সেমিফাইনালে নেইমারের আচরণে অসন্তোষ জানান রেনের খেলোয়াড়রা। তবে এতে শিষ্যের দোষ দেখছেন না পিএসজি কোচ উনাই এমেরি। তিনি মনে করেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মতো সব খেলোয়াড়েরমাঠে আরও সুরক্ষা পাওয়া দরকার। মঙ্গলবার রাতে রেনের মাঠে শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। তবু জয় পেতে সমস্যা হয়নি দলটির। ৩-২ গোলের জয় নিয়ে লিগ কাপে ফাইনালে উঠে গেছে তারা।

তবে ম্যাচটিতে পিএসজির পারফরম্যান্স ছাপিয়ে আলোচনার জোয়ার তুলেছে রেনের খেলোয়াড়দের সঙ্গে নেইমারের আচরণ। ব্রাজিল যুবরাজের আচরণে দুবার অসন্তোষ জানান তারা। প্রথম দৃশ্য- পেছন দিয়ে বল থামিয়ে ঘুরে প্রতিপক্ষের বেজামার ওপর দিয়ে ফ্লিক করেন নেইমার। এতে চরম ক্ষুব্ধ হয়ে ব্রাজিল তারকাকে জাপ্টে ধরার চেষ্টা করেন এ উইঙ্গার। দ্বিতীয় দৃশ্য- যোগ করা সময়ের ৪ মিনিট আগে পড়ে যান রেনের ডিফেন্ডার থাওহে। তাকে তুলতে হাত বাড়িয়ে দেন নেইমার। পরে থাওহে হাত বাড়ালে সরিয়ে নেন তিনি। এতে বেজায় চটে পিএসজি ফরোয়ার্ডকে ঘিরে ধরেন প্রতিপক্ষের খেলোয়াড়রা। নেইমারের প্রথম কাণ্ডে অবশ্য দোষের কিছু দেখছেন না ফুটবল বোদ্ধারা। যত আপত্তি দ্বিতীয় ঘটনায়। এতে নাকি বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের অহঙ্কারী মনোভাবের প্রতিফলন ঘটেছে।

এ পরিপ্রেক্ষিতে এমেরি বলেন, ‘নেইমার বিশ্বমানের খেলোয়াড়। সে এভাবেই খেলে। দলকে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করে। এটি করতে গিয়ে কিছু দৃশ্যের অবতারণা ঘটায়। ও তা উপভোগ করে। এতে দোষের কিছু নেই। তাকে অবশ্যই সুরক্ষা দিতে হবে। শুধু সে বলে কথা নয়, সব খেলোয়াড়কে সুরক্ষা দিতে হবে।’ ম্যাচের ৬৪ মিনিটে বড় ধাক্কা খায় পিএসজি। রেনের এক খেলোয়াড়কে ফাউল করায় লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় কিলিয়ান এমবাপ্পেকে। এতে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। তিনি কোচ বলেন, ‘প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করায় লালকার্ড দেখেছে এমবাপ্পে। এ থেকেই প্রতীয়মাণ হয়, সব খেলোয়াড়কে সুরক্ষা দেয়া দরকার। আমার বক্তব্যের যথেষ্ট ভিত্তি আছে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ১২:০৬ অপরাহ্ণ