স্পোর্টস ডেস্ক:
আগস্টের ৮ তারিখ থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ষষ্ঠ আসর। চলবে সেপ্টেম্বরের ১৬ তারিখ পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক সূচির সাথে সমন্বয় করে এ তারিখ নির্ধারণ করা হয়েছে। যাতে করে দলটির সেরা খেলোয়াড়দের টুর্নামেন্ট অংশ নিতে কোন সমস্যা না হয়। ছয় দলের ক্যারিবিয় টুর্নামেন্টটির এ আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে গায়ানা ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে।
টুর্নামেন্টের তারিখ ঘোষণা করতে গিয়ে সিপিএল-এর পরিচালনা পর্ষদের প্রধান পিট রাসেল বলেছেন, ‘সিপিএল আমাদের ঘরোয়া মৌসুমে শুরু হচ্ছে। আমরা খুবই আনন্দিত যে, এমন একটা সময় আমরা পেয়েছি, যখন সব ক্যারিবিয় খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পাবে। আমরা নিশ্চিত, ২০১৮ হবে এ যাবত কালের সবচেয়ে বড় আয়োজন।’
সিপিএল-এর গত ৩ আসরে খেলেছিলেন বিশ্বসেরা অল রাউন্ডার ও বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। টুর্নামেন্টে ২৪ ম্যাচে ১৯ ইনিংসে ৯৮.০ স্ট্রাইক রেটে রান করেছেন ২৪৩। বল হাতেও দারুণ উজ্জ্বল ছিলেন ৩০ বছর বয়সী এ ক্রিকেটার। ২২ ইনিংসে ৬.৫ ইকোনোমিতে উইকেট নিয়েছেন ২৫টি। এছাড়া সিপিএল-এর সর্বশেষ আসরে খেলেছিলেন আরেক বাংলাদেশী ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। পাঁচ ম্যাচ খেলে করেছিলে ১১ রান; আর বলা হাতে নিয়েছেন ৩ উইকেট।
দৈনিকদেশজনতা/ আই সি