১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৮

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যু

দৈনিক দেশজনতা ডেস্ক: 
সৌদি আরবের জেদ্দায় আবুল কাশেম (৪৫) ও দাম্মামে হারুনুর রাশিদ (৫৫) নামে দুই প্রবাসী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে আবুল কাশেম জেদ্দা শহরে তার নিজ রুমে ঘুমের মধ্যে মারা যান। তার ভগ্নিপতি আনোয়ার জাহিদ এ কথা জানান। আবুল কাশেমের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ। পিতার নাম মৃত আমিন উল্যাহ মাঝি।
অপর বাংলাদেশি হারুনুর রাশিদের রুমমেট হাসান জানান, শনিবার সকালে ফজরের নামাজের পর ঘুমাতে গিয়ে তিনি আর ঘুম থেকে ওঠেননি। ঘুমে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
হারুনুর রশিদ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার নুওয়াগাউ, হাজিবাড়ি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর ধরে সৌদিতে আছেন। নিহতদের লাশ স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ৯:২৫ অপরাহ্ণ