আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের উপকূলীয় দক্ষিণাঞ্চলে বুধবার একটি ভ্রমণ ও ফ্লাইট-প্রশিক্ষণ হেলিকপ্টার বাড়ির ওপর বিধ্বস্ত হয়ে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও জরুরিসেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চার আসনবিশিষ্ট রবিনসন-৪৪ নামের হেলিক্টারটি একটি বাড়ির ওপর আঁছড়ে পড়ে ছিটকে আরেকটি বাড়ির সঙ্গে ধাক্কায় খায় এবং ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।
ঘটনাস্থলের পাশের এক বাসিন্দা স্থানীয় এবিসি-৭ নিউজ চ্যানেলকে বলেছেন, ‘এটি এমন শব্দ করছিল যেন ট্রেন আসছে।’ ঘটনাস্থলে পৌঁছে তিনি এক ব্যক্তি ও দেহের ছিন্নভিন্ন অংশ দেখতে পান। তবে ওই লোকটি হেলিকপ্টারের কিনা, তা তিনি নিশ্চিত নন। তিনি আরো বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারের পেছনের অংশে হাত দিয়ে প্রার্থনা করতে থাকেন এবং তিনি বুঝতে পেরেছিলেন, হয়তো আর কেউ বেঁচে নেই।
নিউ পোর্ট বিচের প্রধান চিপ ডানকান বলেছেন, ঘটনার বিস্তারিত তথ্য সম্পর্কে তিনি এখনো পরিষ্কান নন, তবে তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
এনডিটিভি
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

