নিজস্ব প্রতিবেদক:
শ্রীলঙ্কার কাছে ত্রিদেশীয় সিরিজের শিরোপা হারানোর পর টেস্ট সিরিজে ভালভাবেই ফিরে এসেছে বাংলাদেশ। দু’দলের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে দারুণ ব্যাট করছে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রিপোর্ট লেখার সময় ৭১ ওভারে তারা সংগ্রহ করেছে ৩০১ রান। উইকেট হারিয়েছে দুইটি। দিনের খেলা এখনও অন্তত ১৯ ওভার বাকি রয়েছে। উইকেটে আছেন দুই সেট ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহীম।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

