২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪৭

১০ হাজার কোটি টাকায় মুক্তি পেল ৫৬ বন্দি

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে সম্প্রতি দুর্নীতিবিরোধী অভিযানে আটক বন্দিদের থেকে ১০ হাজার ৬০০ কোটি টাকা আদায় করেছে সরকার। অভিযানে আটককৃত ব্যক্তিদের কাছ এ অর্থ আদায় করা হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল বলেছেন। খবর বিবিসির।

অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ আল-মুজেব বলেছেন, গত ৪ নভেম্বরের ওই অভিযানে ৩৮১ জনকে আটক করা হয়েছিল। এর মধ্যে ৫৬ জন ছাড়া বাকি সবাই ছাড়া পেয়েছেন। ওই ব্যক্তিরা হয় নিরপরাধ প্রমাণিত হয়েছে অথবা সম্পত্তি বা অর্থের বিনিময়ে মুক্তি পেয়েছেন। তবে আর্থিক রফাদফার মাধ্যমে কারা ছাড়া পেয়েছেন, তাদের নাম বলেননি শেখ মুজেব। ওই অভিযানে প্রিন্সসহ বর্তমান ও সাবেক বেশ কয়েকজন মন্ত্রীকে আটক করা হয়। কয়েক দিন আগেই সৌদি আরবের শীর্ষ ধনী প্রিন্স আলওয়ালিদ বিন তালাল ও আরব স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক এমবিসির মালিক আলওয়ালিদ আল-ইব্রাহিম অর্থের বিনিময়ে মুক্তি পান। তারা অন্যান্য আরও ব্যক্তিদের সঙ্গে হোটেল রিটজ-কার্লটনে বন্দি ছিলেন।

এদিকে সৌদি আরবের জাতীয় দুর্নীতি দমন কমিশন সোমবার জানিয়েছে, দেশটিতে দুর্নীতির অভিযোগ আগের চেয়ে অনেক বেড়ে গেছে। বিগত বছরের তুলনায় ২০১৭ সালে দুর্নীতির অভিযোগ ৩০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এক বিবৃতিতে দুর্নীতিবিরোধী কমিশন জানিয়েছে, ২০১৭ সালে তারা ১০ হাজার ৪০২টি অভিযোগ পেয়েছে। ২০১৬ সালে এ অভিযোগের সংখ্যা ছিল ৬ হাজার ২৪২টি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ২:০০ অপরাহ্ণ