নিজস্ব প্রতিবেদক:
ঢাকাসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে হামলা, মামলা ও ভাঙচুরের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে রোগীর চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকায় অসুস্থ মানুষ ও তাদের স্বজনেরা দুর্ভোগে পড়েছেন।
শহরের বেসরকারি ক্লিনিক গুলো খোলা থাকলেও চিকিৎসকরা ধর্মঘটে থাকায় মঙ্গলবার সকাল থেকে কোন ক্লিনিকে রোগী ভর্তি হয়নি। ফলে অনেকে চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরে যাচ্ছেন। অসংখ্য রোগী ও তাদের স্বজনেরা চিকিৎসা নেয়ার জন্য বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ঘুরেও চিকিৎসা করাতে পারেন নি। বাধ্য হয়ে কেউ কেউ সরকারি হাসপাতাল আবার কেউবা গ্রাম ডাক্তারদের কাছে ধর্না দিচ্ছেন।
বিএমএ বগুড়া শাখার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু জানিয়েছেন, মঙ্গলবার সকাল সন্ধ্যা ধর্মঘট শেষে বুধবার বার চিকিৎসকদের কালোব্যাজ ধারণ ও বৃহস্পতিবার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও মোহাম্মদ আলী হাসপাতাল চত্বরে মানব বন্ধন কর্মসূচি পালন করবেন চিকিৎসকরা।
দৈনিক দেশজনতা/এমএম