২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৩০

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাইট

অনলাইন ডেস্ক:

ড্যামিয়েন রাইট বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী বছরের যুব বিশ্বকাপ পর্যন্ত টাইগার যুবাদের সঙ্গে কাজ করবেন এই অস্ট্রেলিয়ান কোচ।

৪১ বছর বয়সী রাইট ২০১১ সালে পেশাদার ক্যারিয়ারের ইতি টানেন। এরপর নিউজিল্যান্ড জাতীয় দল, অস্ট্রেলিয়ান বিগ ব্যাশের দল তাসমানিয়া, ভিক্টোরিয়া, হোবার্ট হ্যারিকেন ও মেলবোর্ন স্টারসের কোচের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৭-৯৮ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়ার পর অস্ট্রেলিয়া ‘এ’ দল এবং ইংলিশ কাউন্টির বেশ কয়েকটি দলের হয়ে খেলেন রাইট।
রাইটের সহযোগী হিসেবে আবদুল করিম জুয়েল দায়িত্ব পালন করবেন। আপাতত মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প পরিচালনা করছেন জুয়েল।

শিগগিরই অস্ট্রেলিয়ায় ফিরবেন রাইট। এরপর জুলাইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে যোগদান করতে ঢাকায় আসবেন তিনি।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২৩, ২০১৭ ৮:৩৮ অপরাহ্ণ