১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৮

সাড়ে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক:

সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার কারণে বুধবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ফেরিঘাটের ম্যানেজার সালাম হোসেন জানান, বুধবার ভোর ৫টা থেকে কুয়াশা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আছে। ফলে দুর্ঘটনা এড়ানোর জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে আটকা পড়েছে ৫টি ফেরি। এ ছাড়া ঘাটেও দুটি ফেরি পরিবহন লোড করে নোঙর করে রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয় বলে জানান বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ১২:৪৯ অপরাহ্ণ