নিজস্ব প্রতিবেদক:
ক্যাম্পাসে প্রাণ কোম্পানির দুই কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। মঙ্গলবার রাত একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এই ঘটনা ঘটে। আটককৃত দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটক দুই শিক্ষার্থী হলেন রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের মারুফ হোসেন এবং উর্দু দ্বিতীয় বর্ষের বিল্লাহ হোসেন। তারা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন ও বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। তারা দুজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিভিন্ন দোকান থেকে টাকা কালেকশন শেষে প্রাণ কোম্পানির দুই কর্মকর্তা রাসেল ও আবু বকর সবুজ রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে হিসাব করছিলেন। এসময় মারুফ ও বিল্লালের নেতৃত্বে কয়েকজন তাদের ওপর হামলা চালায় এবং টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে। রাসেল টাকা দিতে অসম্মতি জানালে বিল্লাল তার মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায় এবং রক্ত বের হতে থাকে।
এই অবস্থায় রাসেলের সহযোগী আবু বকর সবুজ ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার করতে থাকেন। এতে লোকজন জমায়েত হতে থাকে। বাকিরা পালিয়ে গেলেও বিল্লাল ও মারুফ জনতার হাতে ধরা পড়েন। পরে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। ছিনতাইকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আটকের বিষয়টি নিশ্চিত শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল হোসেন।
দৈনিক দেশজনতা /এমএইচ