৯ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ভোর ৫:৪০

টঙ্গীতে বাসচাপায় পথচারী নিহত, বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মহানগরের টঙ্গীর মিলগেইট এলাকায় বুধবার সকালে বাসের চাপায় মফিজ উদ্দিন(৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করে। পরে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। তবে আগুনে কোনো যাত্রী আহত হয়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক এসআই জহিরুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে ঢাকা থেকে গাজীপুরগামী একটি যাত্রীবাহী অনাবিল পরিবহনের বাস মিলগেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারের সময় মফিজ উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনার পর এলাকাবাসী গাজীপুরগামী অনাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এসময় ঘটনাস্থলের উভয় দিকে যানচলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে টঙ্গী থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা চেষ্টায় আগুন নেভান। তবে আগুনে কেউ দগ্ধ হয়নি। আগুনে বাসটির সিট ও বডি পুড়ে গেছে। ইঞ্জিনসহ নিচের অংশের ক্ষতি হয়নি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ১১:৪৪ পূর্বাহ্ণ