২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২০

ভাইরাস জ্বর থেকে মুক্তির সহজ উপায়

স্বাস্থ্য ডেস্ক:

শীত প্রায় শেষের দিকে আর গরম আসি আসি করছে। আবহাওয়ার এই পরিবর্তনের জন্যই সবাই ঠাণ্ডা, কাশি, শর্দি, জ্বর ইত্যাদিতে আক্রান্ত হছে। আর এই সময়ে সবাই বেশি আক্রান্ত হচ্ছেন ভাইরাস জ্বরে। সমস্যা হচ্ছে ভাইরাস জ্বরে আক্রান্ত হলে কোনো কিছুই ভালো লাগে না। খুব যে মারাত্মক কিছু তাও না। তবে ভাইরাস জ্বরে যদি আপনি কোনো যত্ন না নেন তাহলে কিন্তু নিতে পারে ভয়ঙ্কর রূপ। তাই জেনে নিন ভাইরাস জ্বর থেকে সহজে মুক্তির কিছু উপায়। আমাদের শরীরে ভাইরাসের আক্রমণের ফলে কিছু উপসর্গসহ শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে ভাইরাস জ্বর হয়েছে বলা হয়।

লক্ষণ সমূহ:

. খুব ক্লান্ত লাগা

. শরীরে বিশেষ করে মাংসপেশিতে ব্যাথা হয়

. শরীরের তাপমাত্রা কম থাকতে পারে আবার অনেক বেশিও হতে পারে

. গলায় ব্যাথা হয়

. নাক দিয়ে পানি পরে

. গলা ভেঙ্গে যায়

. মাথা ব্যথা থাকে

. চোখ লাল হয়ে যায় এবং চোখ জ্বালা করে

. কফ থাকে

. জয়েন্টে ব্যাথা হয়

. স্কিনে র‍্যাশ হয়

. ডায়রিয়াও হতে পারে

ভাইরাস জ্বরে আক্রান্ত হলে এই সবগুলো লক্ষণই যে প্রকাশ পাবে এমন কোন কথা নেই। কিছু ভাইরাস জ্বর কিটপতঙ্গের কারণেও হয়ে থাকে। যেমন- আরবোভাইরাস।

. এই ভাইরাসের আক্রমণে রক্তপাতের লক্ষণ দেখা দিতে পারে।

. রক্তপাত ত্বক থেকে বা শরীরের অভ্যন্তরীণ কোন অঙ্গ থেকেও হতে পারে।

. সঠিক সময়ে চিকিৎসার ব্যবস্থা না নিলে মারাত্মক আকার ধারণ করতে পারে।

ভাইরাস জ্বরে করণীয়:

অনেক পানি পান করুন

ভাইরাস জ্বরে শরীরে পানি শূন্যতা হতে পারে তাই ডিহাইড্রেশন এর পার্শ্বপ্রতিক্রিয়া থেকে রক্ষা পেতে প্রচুর পানি পান করতে হবে।

ব্যক্তিগত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন

সতর্কতা :

. নিয়মিত হাত ধোয়া উচিত

. ভিড় এড়িয়ে চলা উচিত। ভিড়ের মধ্যে গেলে মুখ ঢেকে রাখা উচিত যাতে অন্যরা সংক্রমিত না হয়।

. হাত না ধুয়ে মুখে বা নাকে স্পর্শ করা উচিত না।

. রুমাল বা টিস্যু রাখুন হাতের কাছেই।

. অন্য কারো কাছ থেকেও যাতে আপনার শরীরে নতুন কোন জীবাণুর সংক্রমণ না হয় এই জন্য সতর্কতাগুলো মেনে চলা উচিত।

. বিশ্রাম নিন

. পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে

. সহজে হজম হয় এই ধরণের খাদ্য নির্বাচন করতে হবে।

. শরীরের কোনো দাগ দেখলে সতর্ক হোন

. ইমিউনিটি বাড়ান

. ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ গ্রহণ করবেন না

আপনি যদি ভাইরাস জ্বরে আক্রান্ত হোন তাহলে এই নিয়মগুলো অনুসরণ করুন, দেখবেন খুব দ্রুত স্বাভাবিক হতে পারবেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ১০:৩৭ পূর্বাহ্ণ