নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করছে পুলিশ। মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে ফেরার পথে নয়টার দিকে গয়েশ্বরকে আটক করা হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। বিএনপি নেতার পুত্রবধূ বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় জানান, রাতে একটি কাজে গুলশান গিয়েছিলেন গয়েশ্বর। সঙ্গে ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। গুলশান পুলিশ প্লাজার সামনে গাড়ি থামিয়ে দুই জনের মোবাইল ফোন নিয়ে যায় পুলিশ। এ সময় আবদুস সালাম কৌশলে এলাকা ছেড়ে চলে যান। এখন ওনি কোথায় আছে তা জানি না।’
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে সুনির্দিষ্ট একাধিক মামলা এবং তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার রাতে টেলিফোনে তিনি একথা জানান। আছাদুজ্জামান মিয়া বলেন, আগামীকাল (বুধবার) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরো বলেন, মঙ্গলবার বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা শেষে ফিরে যাবার সময় বিএনপির কিছু কর্মীর পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ দুজনকে আটক করে ভ্যানে তোলে। ডিএমপি কমিশনার বলেন, দেশকে অস্থিতিশীল করা, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোই ছিল এই ঘটনার মূল লক্ষ্য। আর এই ঘটনার সাথে গয়েশ্বর চন্দ্র রায়ের সম্পৃক্ততার তথ্য প্রমাণ পুলিশের হাতে আছে। এই ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এবং এই মামলার আলোকেই প্রচলিত আইন অনুযায়ি তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দলটির ৬৯ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকেও শান্তিনগরের বাসা থেকে মঙ্গলবার রাত ১২টার দিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
দৈনিকদেশজনতা/ আই সি