১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৬

বিএনপি নেতা তরিকুলের ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন শামসুদ্দিন দিদার। তবে এ ব্যাপারে পুলিশের কোনো ভাষ্য পাওয়া যায়নি। এর আগে গতকাল সন্ধ্যার পর গুলশান থেকে আটক করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে। বিএনপি নেতাদের মধ্যে এখন গ্রেপ্তার আতঙ্ক দেখা দিয়েছে।

আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার তারিখ ধার্য আছে। মঙ্গলবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরা শেষে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিএনপি ৬৯ জন নেতা-কর্মীকে আটক করা হয়। সন্ধ্যার পর আটক করা হয় গয়েশ্বরকে। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ১০:০২ পূর্বাহ্ণ