১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৮

প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিকের আন্দোলন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)চাকরি রাজস্বকরণের  দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে পৃথক স্থানে মঙ্গলবার উভয় সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি পালন করছেন। এর মধ্যে জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা টানা চতুর্থ দিনের মত আমরণ অনশন করছেন। আর কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা চতুর্থ দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছেন।

জানা যায়, ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। কিন্তু, ৪ হাজার ১৬৯টি প্রতিষ্ঠান জাতীয়করণ থেকে বাদ পড়ে। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ‘গত ২৭ জানুয়ারি থেকে আমরা আমরণ অনশন করছি। সরকারের দিক থেকে এখনো কোন সাড়া পাইনি। দাবির ব্যাপারে সরকারের কোনো নির্দেশনা না পেলে আমরা ঘরে ফিরে যাব না।’

অনশন করতে গিয়ে ১৫২ জন অসুস্থ হয়ে গেছেন বলেও জানান তিনি। এদিকে, বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ‘সরকার কমিউনিটি ক্লিনিক কার্যক্রম বেগবাগে ১৪ হাজার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ দেয় ২০১১ সালের অক্টোবরে। প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২২ সালের জুন।’

তিনি বলেন, ‘সরকার স্বেচ্ছায় ২০১৩ সালে রাজস্ব বা স্থায়ীকরণের উদ্যোগ নেয়। কিন্তু, এখন পর্যন্ত এজন্য সরকারের কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। তাই আমরা দাবি আদায়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।’ আগামী ৩১ জানুয়ারির মধ্যে জাতীয়করণের কোনো উদ্যোগ না নিলে ১ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচি পালনেরও হুমকি দেন শহিদুল ইসলাম।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৩০, ২০১৮ ৩:০১ অপরাহ্ণ