২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৫

পুলিশের ডিসি বিধান ত্রিপুরাকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে গুলিভর্তি পিস্তলসহ একটি ব্যাংকের পরিচালককে আটক করার পরও ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় পুলিশের উত্তরা জোনের তৎকালীন ডিসি (বর্তমানে হবিগঞ্জের ডিসি) বিধান ত্রিপুরাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৩ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ফারমার্স ব্যাংকের পরিচালক আজমত রহমানকে ছেড়ে দেয়ার ঘটনায় মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এরআগে গত ২৪ জানুয়ারি এ মামলায় বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-ই আজম মিয়া ও উপ-পরিদর্শক সুকান্ত সাহাকে ভর্ৎসনা করেন হাইকোর্ট।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৩০, ২০১৮ ১:১১ অপরাহ্ণ