১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২১

২৫ মিলিয়ন পাউন্ডে টটেনহামে মৌরা

স্পোর্টস ডেস্ক:

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে দারুণ ফর্মে রয়েছেন লুকাস মৌরা। ব্রাজিলিয়ান এ তারকাকে দলে পেতে পিএসজির সঙ্গে ২৫ মিলিয়ন পাউন্ডে একমত হয়েছে ইংলিশ লিগের ক্লাব টটেনহাম হটস্পার। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ইংলিশ লিগে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করেছিলেন মৌরা। তবে শেষপর্যন্ত গানার শিবিরেই ঠিকানা হতে যাচ্ছে তার।
২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো থেকে ৩৩ মিলিয়ন পাউন্ডে পিএসজিতে যোগ দেন তিনি। চলতি মৌসুমে এমবাপ্পে ও নেইমারের মতো তারকার দলে যোগ দেওয়ায় পিএসজি শিবিরে অনেকটাই উপেক্ষিত হয়ে উঠছেন তিনি। চলতি মৌসুমে শুরু থেকে এখন পর্যন্ত মাত্র ৬ বার বিকল্প হিসেবে মাঠে নামার সুযোগ হয়েছে তার। নতুন ঠিকানার কথা কিছু দিন ধরেই বলে আসছেন মৌরা। জাতীয় দলের হয়ে ৩৫টি ম্যাচ খেলার সুযোগ হয়েছে ব্রাজিলিয়ান এ তাকরার। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ব্রাজিলের সিলভার পদক জয়ী দলে ছিলেন তিনি। পিএসজিতে যোগ দেওয়ার পর ২২৯ ম্যাচ খেলে ৪৬ গোল করার পাশাপাশি সতীর্থদের ৫০ গোলে অবদান ছিল তার।
দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩০, ২০১৮ ১:০২ অপরাহ্ণ