নিজস্ব প্রতিবেদক:
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে র্যাব-৩ আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার দিবাগত রাত ১২টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, রাজধানীর রমনা হোটেলে এলাকার নেতাকর্মীরা আনিসুর রহমান তালুকদার খোকনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। খোকন যখন হোটেলে দেখা করছেন এরই মধ্যে র্যাব-৩ এর কয়েকটি গাড়ি রমনা হোটেল ঘিরে রাখে। এরপর বিভিন্ন রুমে র্যাব হানা দিয়ে খোকনকে নামিয়ে নিয়ে আসে। পরে একটি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়।
গোটা জাতির প্রতি এ ধরনের ঘটনা শেখ হাসিনার শাসনামলের দৃষ্টান্ত মন্তব্য করে রিজভী বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) নাকি দেশে উন্নয়ন করেছেন। উনি নাকি শান্তিশৃঙ্খলা বজায় রেখেছেন। উনি গোটা দেশকে লাশের নগরীতে পরিণত করেছেন।’
রিজভী বলেন, ‘আমি আনিসুর রহমান তালুকদারকে আটকের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জনসম্মুখে পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।’ বিএনপির এই নেতা বলেন, ‘কিছুদিন আগেও অমানবিকভাবে তুলে নিয়ে আনিসুর রহমানকে গুম করা হয়েছিল। গুমের নামে তার ওপর কত নির্যাতনই না করা হয়েছিল তা ভাষায় প্রকাশ করা মুশকিল। বাকস্বাধীনতা লুণ্ঠনের এই দেশে, মৌলিক মানবাধিকার চূড়ান্তভাবে স্তব্ধ করার এই দেশে স্বাভাবিক জীবন যাপন করার অধিকার নেই।’
গুম, অপহরণ ও মৃত্যু ভয় বিরোধী দলের নেতাকর্মীদের তাড়া করে ফিরছে বলেও মন্তব্য করেন রিজভী।
দৈনিক দেশজনতা /এমএইচ