১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

খালাফ হত্যা মামলার আসামি মামুনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক:

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ এস আলী হত্যা মামলায় ফাঁসির আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যু পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবদুর রহমান পরোয়ানা জারির পর গতকাল সোমবার তা কারাগারে পাঠানো হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মামুনের মৃত্যুদন্ড বহাল রাখে। এরপর আপিল বিভাগের ওই রায় বিচারিক আদালতে পৌছানোর পর এই পরোয়ানা জারি করা হলো। ২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে রাজধানীর গুলশান কূটনৈতিক এলাকার বাসার সামনে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুবরন করেন খালাফ এস আলী।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :জানুয়ারি ৩০, ২০১৮ ১২:০১ অপরাহ্ণ