১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:১৭

অর্থমন্ত্রীর উক্তির প্রতিবাদে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

পক্ষপাত ও বৈষম্যমূলক শুল্কনীতি বাতিল, বিড়ি শিল্প নিয়ে অর্থমন্ত্রীর উক্তির প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিড়ি শ্রমিকরা।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে নগরীর ধোপাদিঘীর পাড়ের অর্থমন্ত্রীর বাসভবন ‘হাফিজ কমপ্লেক্স’র প্রধান ফটকে অবস্থান করে বিক্ষোভ করেন তারা।

এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বিড়ি শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আমিন উদ্দিন বিএসসি গনমাধ্যমকে জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী নানা কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

উল্লেখ্য, বিড়ি শ্রমিকদের বিভিন্ন দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটে এ বিক্ষোভ করেন তারা।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২৩, ২০১৭ ৬:১৮ অপরাহ্ণ