২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০২

গালাপগঞ্জে আনসার ও ভিডিপি’র ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

আজিজ খান, গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি:

গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে আনসার ও ভিডিপির ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান রবিবার দুপুরে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছানাউল্লাহ মিয়ার বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য আম্বিয়া আক্তার (বিউটি)’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইসমাইল আলী। অতিথি বক্তা ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান, গোলাপগগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মনজুরুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি অফিসার এ আই এম সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রশিক্ষণের প্রশিক্ষিকা মাসুদা সুলতানা, প্রশিক্ষক অজিত চন্দ্র দাস, আনসার ও ভিডিপির সিলেট রেঞ্জ’র মনিটরিং সদস্য মো. ছফির উদ্দিন, সমাজ সেবক ফারুক আহমদ, জুনেদ আহমদ, মহিলা আনসার কমান্ডর মনোয়ারা বেগম, ইউপি দলনেত্রী সুনারা বেগম, ইউপি দলনেতা মামুন আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও স্বেচ্ছা সেবক পাঠশালার সভাপতি মোঃ রুবেল আহমদ, মাওলানা আব্দুল বাছির (সুরমান),তরুণ সংগঠক মামুন আহমদ, মিলাদ আহমদ, জাছমিন আক্তার, ইমরানা আক্তার, সুমি আক্তার প্রমুখ।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলা আনসার ভিডিপি’র তত্ত্বাবধায়নে ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণে ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
এ প্রশিক্ষনে প্রশিক্ষনার্থীদেরকে দেশের আত্ম-সামাজিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়। যাতে প্রত্যেক সদস্যরা নিজে স্বাবলম্বী হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ৮:৫১ অপরাহ্ণ