দৈনিক দেশজনতা ডেস্ক:
আজ গাজীপুর জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত শান্তিপূর্ণ কর্মীসভায় পুলিশ ন্যাক্কারজনক হামলা চালিয়ে অনুষ্ঠান পন্ড এবং প্রায় ৫০ জন নেতাকর্মীকে গ্রেফতার ও ৩০ জনের অধিক নেতাকর্মীকে লাঠিচার্জ করে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “আজ গাজীপুর জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত শান্তিপূর্ণ কর্মীসভায় সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী অতর্কিতে হামলা চালিয়ে প্রায় ৫০ জন নেতাকর্মীকে গ্রেফতার ও ৩০ জনের অধিক নেতাকর্মীকে পিটিয়ে আহত করার ঘটনায় প্রমান হয় যে, সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোর অস্তিত্ব ধ্বংস করে দিতে চায়। আজ গাজীপুরে বিএনপি’র কর্মীসভায় উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এবং সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদের উপস্থিতিতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান চলার সময় পুলিশ পরিকল্পিতভাবে এই হামলা চালায়। সম্প্রতি সারাদেশে বর্তমান বেআইনী ও অনৈতিক সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ব্যাপক হারে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। গাজীপুরে আজকের ঘটনা সেটিরই ধারাবাহিকতা। আবারো ২০১৪ সালের ৫ জানুয়ারী’র মতো বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে বর্তমান শাসকগোষ্ঠী রাষ্ট্রক্ষমতা দখল করতে চায়। কিন্তু ভয়াবহ দু:শাসন বজায় রেখে, ভয় দেখিয়ে এদেশে আর প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না জনগণ। ২০১৪ সালের ৫ জানুয়ারী জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার মাধ্যমে শাসন ক্ষমতায় এসে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আবারো রাষ্ট্রীক্ষমতা দখল করার যে পাঁয়তারা ও অপকৌশল অবলম্বন করছে তা রুখে দিতে জনগণ এখন দৃঢ় সংকল্পবদ্ধ, ঐক্যবদ্ধ।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে গাজীপুর জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত আজকের শান্তিপূর্ণ কর্মীসভায় পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানান। তিনি আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।
দৈনিক দেশজনতা/এন এইচ