লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
তিন মাসের শিশু সন্তানকে আগুন থেকে রক্ষা করতে গিয়ে অগ্নিদগ্ধ মা সালমা চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৮ জানুয়ারি) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত সালমা খাতুন (২০) নাটোরের লালপুর উপজেলার বুধপাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২১ জানুয়ারি) সকালে ৩ মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে শীত নিবারনের জন্য আগুন পোহাতে থাকে গৃহবধূ সালমা। এক পর্যায়ে শিশু আগুনে পড়তে গেলে সন্তানকে বাঁচাতে গিয়ে গৃহবধূ সালমা নিজেই অগ্নিদগ্ধ হয়। সালমাকে গুরুতর আহতাবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জানুয়ারী রোববার দুপুরে সালমা খাতুনের মৃত্যু হয়।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

