আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের কাছে ন্যাটো বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়েছে।
ভয়াবহ ওই হামলায় হতাহতের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। তবে এতে ন্যাটো বাহিনীর গাড়িসহ বেশ কিছু বেসামরিক পরিবহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে ওই বিস্ফোরণের কারণ জানা না গেলেও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন এটি একটি আত্মঘাতী হামলা।
কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় থাকা বেশ কিছু গাড়ি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

