৯ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:১০

তারেকের বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ কর্মসূচি ঘোষণা করেন।

ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারি কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুয়ায়ী ৩ মে বুধবার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এই কর্মসূচি যথাযথভাবে পালন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রকাশ :মে ৩, ২০১৭ ১১:১৩ পূর্বাহ্ণ