১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৩

প্রতিবন্ধী শিশুর দাঁতের যত্ন

স্বাস্থ্য ডেস্ক:

প্রতিবন্ধী শিশুরা প্রায়ই দাঁতের বিভিন্ন সমস্যায় ভোগে। ভালোভাবে পরিষ্কার করতে না পারায় তাদের মুখে গন্ধ হয়। দাঁতে বিভিন্ন সংক্রমণ হয়। দাঁতের মাড়িও ফুলে যেতে পারে। মা-বাবার তাই তাদের দাঁতের ব্যাপারে সচেতন হওয়া দরকার। দাঁতের চিকিৎসা একটু সময়সাপেক্ষ। বারবার চিকিৎসকের কাছে আসতে হয়। তাই অনেক সময় প্রতিবন্ধী শিশুদের অভিভাবকেরা নিয়মমতো আসেন না। এতে শিশুদের দাঁতের সমস্যা পুরোপুরি সারে না।

চিকিৎসক জান্নাত ই নুর (ডেন্টাল সার্জন) জানান, তিনি গত দুই বছর ধরে প্রতিবন্ধী শিশুদের মুখ ও দাঁতের রোগের চিকিৎসা করেন। এ ধরনের শিশুরা অনেক সময় চিকিৎসককে আক্রমণ করতে পারে। খামচি দেয় বা কামড়ে দেয়। সে ক্ষেত্রে চিকিৎসকদের একটু ধৈর্য নিয়ে কাজ করা জরুরি। অনেক সময় প্রতিবন্ধী শিশুরা বলতে পারে না তাদের সমস্যা আসলে কী। সে ক্ষেত্রে চিকিৎসককেই খুঁজে বের করতে হয় শিশুটির কোন দাঁতে সমস্যা রয়েছে।

মা-বাবারও শিশুর দাঁত পরিষ্কারের ব্যাপারে মনোযোগী হতে হবে। খাওয়ার পর সকাল ও সন্ধ্যা দুইবার শিশুদের দাঁত ব্রাশ করানো জরুরি। প্রতিবার খাওয়ার পর কুলি করাতে হবে। চেষ্টা করলে শিশু নিজেই এসব কাজ করতে পারবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ১২:৪৬ অপরাহ্ণ