১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

টেস্ট দলে সানজামুল ও তানভীর

স্পোর্টস ডেস্ক:

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল এ দুদিন আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোট হঠাৎ বদলে দিয়েছে সব হিসাব-নিকাশ। আলোচনায় আসে প্রথম টেস্টের দলে কে জায়গা পেতে পারেন? শেষ পর্যন্ত বিসিবি নতুন দুজনকে দলে অন্তর্ভুক্ত করেছে।

বাংলাদেশ টেস্ট দলে ডাক পাওয়া নতুন দুই সদস্য হলেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম ও  লেগস্পিনার তানভীর হায়দার। দুজনেই এই প্রথম টেস্ট দলে জায়গা পেয়েছেন। অবশ্য তানভীর গত বছর নিউজিল্যান্ড সফরে দুটি ওয়ানডে এবং সানজামুল সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। বাংলাদেশ দলে আরো তিনজন বিশেষজ্ঞ স্পিনার রয়েছেন—মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি। ঢাকায় দ্বিতীয় টেস্ট হবে ৮ থেকে ১২ ফেব্রুয়ারি। এর পর হবে দুটি টি-টোয়েন্টি। ১৫ ও ১৮ ফেব্রুয়ারি যথাক্রমে ঢাকা ও সিলেটে।

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (ভারপ্রাপ্ত অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, তানভীর হায়দার, সানজামুল ইসলাম ও নাঈম হাসান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ১১:০৮ পূর্বাহ্ণ