১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৯
Real Madrid's Cristiano Ronaldo, right, and Real Madrid's Toni Kroos, left, celebrates after toni scoring Valencia against during the Spanish La Liga soccer match between Valencia and Real Madrid at the Mestalla stadium in Valencia, Spain, Saturday, Jan. 27, 2018. (AP Photo/Alberto Saiz)

রোনালদোর জোড়া গোলে জিতল রিয়াল

স্পোর্টস ডেস্ক:

২৭৯ দিন পর রিয়াল মাদ্রিদের বেল-বেনজেমা-ক্রিস্তিয়ানো বা ‘বিবিসি’ ত্রয়ী একসাথে মাঠে নেমেছিলেন স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে। এই তিন তারকা একসাথে, এমন ম্যাচে বিশেষ কিছু না হলে হয়! ক্রিস্তিয়ানো রোনালদো পেনাল্টি থেকে তার ১০০ ও ১০১ তম গোলটি করেন। সাথে মার্সেলো ও টনি ক্রুসের গোলে প্রতিপক্ষের মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল। এটি লা লিগায় দলটির টানা দ্বিতীয় জয়।

পুঁচকে লেগানেসের কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় নেয়ার পর অনেক চাপের মধ্যে ছিল রিয়াল মাদ্রিদ। এই জয়ে সে চাপ কিছুটা তো কমবেই। চলতি মৌসুমে বেল-বেনজেমা-ক্রিস্তিয়ানো একসাথে নামতেই পারেননি। আর লস ব্লাঙ্কোসদেরও চলছে দুর্দশা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটেই গোল পেতে পারতেন ওয়েলস উইঙ্গার গ্যারেথ বেল। তবে তার শট ঠেকিয়ে দেন দলটির গোলরক্ষক নেতো। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়াল মাদ্রিদকে। ভ্যালেন্সিয়ার নেয়া একটি কর্ণার থেকে প্রতি আক্রমণে ওঠে দলটি। তবে ডিবক্সে রোনালদোকে ফাউল করেন মার্টিন মনতোয়া। সেখান থেকে পাওয়া পেনাল্টিতে ম্যাচের ১৬ মিনিটে গোল করেন রোনালদো। এটি পেনাল্টি থেকে তার ১০০তম গোল।

এরপর আবার পেনাল্টি পায় রিয়াল। এবার বক্সের মধ্যে ফেলে দেয়া হয় বেনজেমাকে। সেখান থেকে ম্যাচের ৩৮ মিনিটে আবার গোল করেন রোনালদো। বিরতির আগে গোল করার সহজতম সুযোগ পেয়েছিল ভ্যালেন্সিয়া। ফাঁকা পোস্টে তিনি বারের উপর দিয়ে বল মারেন। বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে গোল করেন ভ্যালেন্সিয়া ফরোয়ার্ড সান্তি মিনা। দানি পারেহোর কর্ণার থেকে রিয়ালের রক্ষণকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি। ৮৪ মিনিটে মার্সেলোর গোলটি সম্পূর্ণভাবেই তার ও মার্কো অ্যাসেনসিওর দারুণ বোঝাপড়ার ফসল। নিজেদের মাঝে বল আনা-নেওয়া করে জালে জড়ান রিয়ালের ব্রাজিলিয়ান ফুলব্যাক মার্সেলো। এর পাঁচ মিনিট পরেই রিয়ালের সর্বশেষ গোলটি করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। কোভাচিচের দারুণ একটি ব্যাকহিল থেকে বল জালে জড়ান তিনি।

এই জয়ে ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে আছে লস ব্লাঙ্কোসরা। এক ম্যাচ বেশি খেলে তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে আছে ভ্যালেন্সিয়া।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ১১:০১ পূর্বাহ্ণ