১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

কোচিং বাণিজ্য বন্ধে সরকারকে কঠিন পদক্ষেপ নিতে হবে : রিয়াজুল হক

নিজস্ব প্রতিবেদক:

কোচিং বাণিজ্য বন্ধে সরকারকে আরও কঠিন পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় চিনাইর শিশু মেধাবৃত্তি ও শিশু মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রিয়াজুল হক বলেন, ‘কোচিং বন্ধে সরকার উদ্যোগ নিয়েছে। কিন্তু কোনো ধরনের কার্যকারিতা দেখা যাচ্ছে না। কোচিং বাণিজ্য বন্ধ করতে সরকারকে আরো কঠিন হতে হবে।’

এ সময় শিশুদের ওপর বইয়ের বোঝা চাপিয়ে দেয়া ও অযথা পরীক্ষা নেয়ার সমালোচনা করেন রিয়াজুল হক। তিনি বলেন, ‘শিশু শিক্ষার্থীদের ওপর বইয়ের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে। এই পরীক্ষা ওই পরীক্ষা করে পরীক্ষার বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে। কিন্তু তাদেরকে মানুষের মতো মানুষ করে তোলার কোনো চিন্তা নেই।’

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘মানবাধিকার নিশ্চিত করতে বিভিন্ন পর্যায় থেকে কাজ হচ্ছে। মানবাধিকার নিশ্চিত করতে আইনি সহায়তাসহ সব বিষয়েই বিনামূল্যে সেবা দিচ্ছে সরকার। কেউ যেন এ কাজে কাউকে টাকা না দেয়।
এদিন চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ মাঠে মেধাবৃত্তি ও মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নুরুন্নাহান ওসমানী, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়ামীন চৌধুরী, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের অধ্যক্ষ মো. মকবুল আহমেদ, কসবার ইমাম প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে ট্যালেন্টপুল, সারাধন গ্রেড ও উপজেলা কৌটা মিলিয়ে দুই শতাধিক শিশুকে এককালীন বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি পরীক্ষার জেলা সদরসহ বিভিন্ন উপজেলার প্রায় ১২০০ শিক্ষার্থী অংশ নেয়। প্রতি বছরই এ পরীক্ষা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এছাড়া শিশু মেলায় শিশুদের ৫টি স্টল খোলা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ৬:২৪ অপরাহ্ণ