নিজস্ব প্রতিবেদক:
দেশের ৫৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে সব ধরণের সহিংসা ঠেকাতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, মঙ্গলবার ৫৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৬টিতে সাধারণ নির্বাচন এবং ১১টিতে ইতিপূর্বে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় বন্ধ ঘোষিত বিভিন্ন পদে নির্বাচন হচ্ছে। এর বাইরে ২৫টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মেহেন্দীগঞ্জের চানপুর এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদের উপনির্বাচন রয়েছে। একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমভোট প্রাপ্ত একটি পদে পুনঃনির্বাচন হচ্ছে।
দৈনিক দেশজনতা/এমএইচ