২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১০

বাংলাদেশ শ্রীলঙ্কার ফাইনাল আজ

স্পোর্টস ডেস্ক:

ঘরের মাঠে আরও একটি ফাইনালে বাংলাদেশ। প্রতিপক্ষ পুরনো শত্রু শ্রীলঙ্কা। যাদের বিপক্ষে ২০০৯ সালে প্রথমবার কোন টুর্নামেন্টের ফাইনালে খেলে শিরোপার খুব কাছাকাছি গিয়ে হেরেছিল টাইগাররা। তবে ৯ বছরে বদলে যাওয়া বাংলাদেশ এবার আর স্বপ্নভঙ্গের গল্প লিখতে চায় না। লিখতে চায় নতুন ইতিহাস। সে লক্ষ্যে বেলা ১২টায় হাথুরুসিংহের শিষ্যদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা।

তবে ফাইনালের আগে বড় ধাক্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ফাইনালের মহড়ার মতোই। তাতে উড়েই গেছে বাংলাদেশ। মাত্র ৮২ রানে অলআউট হওয়ার লজ্জা পেয়েছে। পেয়েছে ১০ উইকেটে হারের লজ্জাও। এমনকি এ লক্ষ্য লঙ্কানরা তাড়া করেছে মাত্র ১১.৫ ওভারেই। তাই গেল গেল রব। তবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য এটাকে শাপে বর হিসেবেই দেখছেন, ‘যেভাবে আমরা হেরেছি ওটা অবশ্যই আমদের জন্য খুব স্বস্তির বিষয় ছিলো না। যে পরিস্থিতি ছিলো দু’শ করলে অন্যরকম হতো। আর হ্যাঁ, ফাইনালের আগে এমনিতেই চাপ থাকবে। ফাইনালের আগে হারায় ওইদিক থেকে সমতায় এসেছে। সবাই মাঠে আরেকটু চিন্তায় থাকতে পারে মাঠে। এটাকে আমি ভালোভাবে দেখি। কারণ এতে সবাই আরও সতর্ক থাকবে।’

আর জয়ের ধারা ধরে রেখে শ্রীলঙ্কাও চায় শিরোপা জিতে নিতে। প্রথম দুই ম্যাচে হারলেও পরের দুই ম্যাচে দাপুটে জয় পেয়েছে দলটি। তাই আত্মবিশ্বাসে টইটুম্বুর দলটি। অধিনায়ক দিনেশ চান্দিমাল এমন কিছুই চাইছেন দলের কাছে, ‘আমাদের শুধু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে। সেটা হলেই আমরা ভাল ফলাফল পেতে পারি। আগামীকালের জন্য আমাদের মধ্যে তেমন কিছুই আছে এবং আমরা যদি নেমে সেটার প্রয়োগ ঘটাতে পারি, সেক্ষেত্রে আমি নিশ্চিত আমরা ভাল ফলাফল বের করতে পারব।’

শিরোপা লড়াইয়ে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আসবে বলেই আভাস মিলেছে। অফ ফর্মে থাকা এনামুল হক বিজয় ও নাসির হোসেন বাদ পরছেন তা প্রায় নিশ্চিত। তাদের জায়গ ায় বিবেচিত হচ্ছেন মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান মিরাজ। আগের দিনই দলে ইমরুল কায়েস ফিরলেও ওপেনিংয়ে বিজয়ের বিকল্প হিসেবে মিঠুনকেই ভাবছে টিম ম্যানেজমেন্ট। আর শ্রীলঙ্কায় বাঁহাতি ব্যাটসম্যানের প্রাধান্যের কথা বিবেচনা করেই মিরাজকে ভাবছে তারা। পাশাপাশি নাসিরের অফফর্ম সে ভাবনাকে জোরালো করেছে। পরিবর্তন আসতে পারে পেস অল রাউন্ডারের জায়গায়ও। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে সুবিধা করতে পারেননি আবুল হাসান রাজু। তার জায়গায় ফিরছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তন আসার সম্ভবনা থাকলেও পরিবর্তনের ইঙ্গিত নেই শ্রীলঙ্কা দলে। উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামতে চায় হাথুরুসিংহের শিষ্যরা।

তবে মিরপুরে ফাইনালে নামার আগে ইতিহাস সঙ্গে নিয়েই নামছে লঙ্কান বাহিনী। এর আগের ৪৩ বারের মোকাবেলায় ৩৫টি ম্যাচেই জয় পেয়েছে তারা। মাত্র ৬টি জয় টাইগারদের। পরিত্যক্ত ২টি ম্যাচ। তবে ইতিহাস যাই বলুক আগের সেই শক্তিশালী শ্রীলঙ্কা আর নেই। আর বাংলাদেশও বদলে গিয়ে রীতিমতো জায়ান্ট একটি দল। সাম্প্রতিক সময়ের সাফল্যই টাইগারদের কথা বলে। তাই বড় কোন অঘটন না হলেই টাইগারদের শিরোপা জয় সময়ের ব্যাপারই মাত্র।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ১০:৫৭ পূর্বাহ্ণ