২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:০৩

সুন্দরবনে জব্দ করা ৫০ মণ কাঁকড়া

নিজস্ব প্রতিবেদক:

জেলেদের কাছ থেকে জব্দ করা ৫০ মণ কাঁকড়া সুন্দরবনের অবমুক্ত করলো বন বিভাগ। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে কাঁকড়াগুলো সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয় বলে জানান পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শাহিন কবির।

এর আগে সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কাঞ্চির খালে জেলেদের কাছ থেকে এসব কাঁকড়া জব্দ করা হয়। এ সময় কাঁকড়া ধরার অপরাধে ৪১ জেলের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।

শাহিন কবির জানান, প্রজনন মৌসুম থাকায় সুন্দরবনে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এ দু’মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ। এর পরেও কিছু জেলে পাস পারমিটের আড়ালে কাঁকড়া ধরছেন। এমন অভিযোগে চাঁদপাই রেঞ্জের কাঞ্চিরখালে শুক্রবার সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে ৫০ মণ কাঁকড়া জব্দ করা হয়।

এ রেঞ্জ কর্মকর্তা জানান, কাঁকড়া ধরার অপরাধে ৪১ জেলের বিরুদ্ধে বন আইনের ৪১/২২ ধারায় মামলা করা হয়েছে। তাদেরকে ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

তবে ভুল শিকার করে লিখিত দেয়ায় মামলা হলেও ওইসব জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে শাহিন কবির বলেন, জব্দ করা কাঁকড়া শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে নৌ পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে পশুর নদী ও হারবারিয়া খালে অবমুক্ত করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০১৮ ৯:২৫ অপরাহ্ণ