১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫২
Exif_JPEG_420

লালপুরে বিশুদ্ধ কোরআন তেলোয়াত প্রতিযোগিতা সম্পূর্ন

লালপুর(নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলার নূরুল্লাপুর দাখিল মাদ্রাসা মাঠে শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে প্রাকৃর্তিক ফাউন্ডেশনের অঙ্গ সংগঠন বন্ধু সার্ভিসের উদ্যোগে “ক” গ্রুপে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও “খ” গ্রুপে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে দুইটি গ্রুপে বিশুদ্ধ কোরআন তেলোয়াত, হাম্দ, নাত ও আযান প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠিত হয়।
নূরুল্লাপুর দাখিল মাদ্রাসার সুপারিডেন্ট মাওলানা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ, বিশেষ অতিথি ছিলেন ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম জয়, নূরুল্লাপুর দাখিল মাদ্রাসার দাতা সদস্য নাসির উদ্দিন, ৭নং ওয়ার্ড সদস্য হাফিজুর রহমান প্রমুখ।
“কোরআন তেলোয়াত প্রতিযোগিতায়” ক- গ্রুপে প্রথম স্থান অধিকার করেন সাব্বির আহম্মেদ, ২য় আব্দুর রাহিম, “হাম্দ” এ সাব্বির আহম্মেদ, মাহাফুজা খাতুন, “নাত” এ সাকিবুল, মাহাফুজা খাতুন তারা সকলেই নূরুল্লাপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।
খ- গ্রুপে “কোরআন তেলোয়াত প্রতিযোগিতায়” প্রথম স্থান অধিকার করেন কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাজন আলী, ২য় গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রাহিম, “হাম্দ”এ নূরুল্লাপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী রিমি খাতুন, ২য় কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোনালী খাতুন, “নাত” এ প্রথম স্থান অধিকার করেন নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুজহাত তাবাসসুম, ২য় পদ্মা কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থী গোলাম আরেফিন, “আযান প্রতিযোগিতায়” প্রথম স্থান অধিকার করেন পদ্মা কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থী মুন্না, ২য় নূরুল্লাপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী আবু সাঈদ।
প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দরা বিজয়ীদের হাতে পুরুস্কার তুলেদেন। উল্লেখ্য প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বালিতিতা ইসলামপুর আলিয়া উলুম ফাজিল দাখিল মাদ্রাসার আরবী প্রভাষক ও বাংলাদেশ স্কাউট লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান হেলাল, মধুবাড়ি দাখিল মাদ্রাসার সহকারি সুপার মো: মোস্তাফিজুর রহমান, সমন্বয়ক ছিলেন নূরুল্লাপুর দাখিল মাদ্রাসার সহকারি সুপার আব্দুস সাত্তার ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বন্ধু সার্ভিসের সভাপতি আনিছুর রহমান লিখন, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার মফস্বল সম্পাদক আল আমিন সজল, বন্ধু সার্ভিসের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম সহ ২নং ঈশ্বরদী ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবক, প্রতিযোগি, ও স্থানীয় ব্যাক্তিবর্গ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০১৮ ৬:৫৫ অপরাহ্ণ