২৬শে জানুয়ারি, ২০২৫ ইং | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬

ঢাকায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আসছেন আগামীকাল

 

নিজস্ব প্রতিবেদক:

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ঢাকায় আসছেন আগামীকাল শনিবার। ২৪ ঘণ্টারও কম সময়ের এ দ্বিপক্ষীয় সফর শেষে পরদিন (রোববার) তার বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।

জানা গেছে, শনিবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ঢাকায় পৌঁছবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অন্যদিকে চারদিনের সফরে আগামী ৪ ফেব্রুয়ারি (রোববার) ঢাকায় আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট। ঢাকার কর্মকর্তারা বলেছেন, আসন্ন দুটি গুরুত্বপূর্ণ সফরেই দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি প্রাধান্য পাবে রোহিঙ্গা সঙ্কট।

জানা যায়, সময় স্বল্পতার কারণে প্রেসিডেন্ট উইদোদোর রোহিঙ্গা শিবিরে যাওয়ার বিষয়টি চূড়ান্ত না হলেও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট বাংলাদেশ সফরে রোহিঙ্গা শিবিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০১৮ ৪:২২ অপরাহ্ণ