১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৩

দারিদ্র বিমোচন এবং অর্থনৈতিক মুক্তির লক্ষে সমবায় পদ্ধতির কোন বিকল্প নেই : শেখ নাদির হোসেন লিপু

ফরিদপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ (মিল্ক ভিটা) এর চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সমবায়ীরা সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে। দারিদ্র বিমোচন,তরুন নেতৃত্ব সৃষ্টি এবং অর্থনৈতিক মুক্তির লক্ষে সমবায় পদ্ধতির কোন বিকল্প নেই ।
ফরিদপুরে গত বুধবার (২৪ জানুয়ারী) ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন আয়োজিত জেলা পরিষদ সম্মেলন কক্ষে
“বৃহত্তর ফরিদপুর জেলার সমবায় কর্মকর্তাবৃন্দ ও সমবায় নেতৃবৃন্দের” সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লি: এর চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবুল কাশেম।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এড. শাহ আখতারুজ্জামান বাবু,ফরিদপুর জেলা সমবায় কর্মকর্তা আখিরুল আলম,গোপালগঞ্জ জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শেখ মাসুদুর রহমান,ফরিদপুর কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লি: এর সভাপতি মো: ওমর আলী খান,
মিল্ক ভিটার স্থানীয় কো-অর্ডিনেটর এমএম সরোয়ার হোসেন, ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের সহ-সভাপতি মো: ইউনুস সিকদার,সুরভী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আফরোজা ইয়াসমিন প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন জেলা সমবায় ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মো: রইচ উদ্দিন সোহেল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, বৃহত্তর ফরিদপুর জেলায় মিল্ক ভিটার কার্যক্রম গ্রহন করা হয়েছে এবং এই লক্ষে প্রধান মন্ত্রী সম্প্রতি প্রায় ৪০০ কোটি টাকা অনুমোদন দিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়ন শেষে এখানে কোন দুধের ঘাটতি থাকবে না এবং জনগনের জীবনমান অনেক উন্নত হবে।

সভায় ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের পক্ষ থেকে শেখ নাদির হোসেন লিপু,খন্দকার মোহতেশাম হোসেন বাবর ও আলহাজ্ব মুহাম্মদ আবুল কাশেম কে সম্মাননা স্মারক তুলে দেন ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ,পরিচালক মো: শহীদ হোসেন মোল্লা,মুজিবুর রহমান মুজিব,রইচ উদ্দিন সোহেল।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০১৮ ২:৪৮ অপরাহ্ণ